Friday , April 19 2019
Home / bangladesh / রুটের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে ইংল্যান্ড

রুটের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দাপট দেখাচ্ছে ইংল্যান্ড. সেন্ট লুসিয়ায় তৃতীয় দিন শেষে 448 রানের লিড নিয়েছে সফরকারীরা. জো রুটের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় 3 ২5 / 4. রুট 111 ও বেন স্টোকস ২9 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন. অর্ধশতক করেন জো ডেনলি (69) ও জস বাটলার (56). স্লো ওভার রেটের দায়ে আইসিসির দেয়া এক ম্যাচের নিষেধাজ্ঞায় অধিনায়ে জেসন হোল্ডারের অনুপস্থিতি ভোগায় ক্যারিবীয়দের. টানা দুপ্টে বাংলা ব্যবহার দাপুটে জয়ের পর শেষ টেস্টে চাপে উইন্ডিজ. প্রথম ইনিংসে ২77 রানে অলআউট হয়েও 1 ২ র র র র র র র র র র র র র র র র র র র র র র র র র র র র র. নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র 154 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা. পেসার মার্ক উড 5 টি ও স্পিন ভেলকিতে 4 টি উইকেট নেন মঈন আলী.

এই বিভাগের সর্বাধিক পঠিত


Source link